সংবাদদাতা, ঝাড়গ্রাম : বৈশাখের শুরু থেকেই রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলমহলের রাস্তা থেকে মানুষজন উধাও হয়ে যাচ্ছেন। তীব্র গরমে সাধারণ মানুষ থেকে পশুপাখি নাজেহাল। এমন পরিস্থিতিতে পথচলতি মানুষকে স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানীয় হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।
আরও পড়ুন-প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সোজাসাপটা কীর্তি
সাঁকরাইল এবিএস মহাবিদ্যালয়ের গেটের সামনে একমাসের জন্য একটি জলছত্র খোলা হল সংগঠনের তরফে। মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি চলবে। পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য হাতে প্ল্যাকার্ড নিয়ে ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে থাকতেও দেখা গেল। প্ল্যাকার্ডগুলিতে মূলত গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ কাটবেন না এবং জঙ্গলে আগুন লাগাবেন না এই সব বিষয় নিয়ে মানুষকে সচেতন করা হয়।