প্রতিবেদন: নোটা নিয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, প্রার্থীদের তুলনায় নোটায় বেশি ভোট পড়লে কী করা উচিত? নির্বাচন কি বাতিল করা উচিত? বিষয়গুলো জানতে চেয়ে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। মোটভেশনাল স্পিকার শিব খেরা এই বিষয়ে একটি মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। তাঁর আর্জি, কোনও কেন্দ্রে সব প্রার্থীর পাওয়া ভোটকে নোটা ছাড়িয়ে গেলে সেই কেন্দ্রের নির্বাচন বাতিল করা হোক।
আরও পড়ুন-স্ত্রীধনে অধিকার নেই স্বামীর: সুপ্রিম কোর্ট
শুধু তাই নয়, মামলাকারীর আবেদন, কোনও প্রার্থী নোটার চেয়ে কম ভোট পেলে তাঁকে পরের ৫ বছর নির্বাচন প্রক্রিয়া থেকে নির্বাসিত করা হোক। তাঁর আইনজীবীর বক্তব্য, কোনও ক্ষেত্রে ভোট ময়দানে থাকা একমাত্র প্রার্থীও নোটার চেয়ে বেশি ভোট পাচ্ছেন কিনা তা দেখা উচিত। ফলাফল ঘোষণার আগে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত এ বিষয়ে। শুনানির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অবশ্য শুক্রবারই কোনও সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন কমিশনের মতামতের জন্য অপেক্ষা করা হচ্ছে। লক্ষণীয়, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই ২০১৩ সালে ‘নোটা’ অন্তর্ভুক্ত করা হয় নির্বাচন প্রক্রিয়ায়। তবে ভোটের ফলাফলের সঙ্গে তা সম্পর্কহীন। এমনকী নোটায় পড়া ভোটগুলোকে ধরা হয় অকেজো হিসেবে।