দিমিত্রি-কামিন্স জুটিতেই আস্থা

শুক্রবারও রুদ্ধদ্বার অনুশীলন ছিল মোহনবাগানের। ক্লোজড ডোর প্রস্তুতিতে রক্ষণের ভুল-ত্রুটি শোধরানোর দিকে নজর দিয়েছিলেন হাবাস।

Must read

প্রতিবেদন : ভুবনেশ্বরে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখায় কাল রবিবার যুবভারতীতে ফিরতি পর্বের ম্যাচে খেলতে পারবেন না মোহনবাগানের আলবেনীয় স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তাঁর জায়গায় শুরু থেকে খেলবেন জেসন কামিন্স। দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তিনিই আপফ্রন্টে থাকবেন। শুরুতে গোল তুলে নেওয়ার লক্ষ্যে অস্ট্রেলীয় জুটির উপরই ভরসা রাখছেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

আরও পড়ুন-কাপ যুদ্ধে যুবির বাজি সূর্য-বুমরা

শুক্রবারও রুদ্ধদ্বার অনুশীলন ছিল মোহনবাগানের। ক্লোজড ডোর প্রস্তুতিতে রক্ষণের ভুল-ত্রুটি শোধরানোর দিকে নজর দিয়েছিলেন হাবাস। পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিসে টিম কম্বিনেশনও পরখ করে নিয়েছেন। সেট পিস থেকে কামিন্স-লিস্টন কোলাসো-মনবীর সিংদের দিয়ে গোল করার মহড়াও যেমন হয়েছে, তেমনই হেক্টর ইয়ুস্তে-আনোয়ার আলি-শুভাশিস বোসরা দুর্গ অক্ষত রাখার প্রস্তুতিও সেরেছেন।
লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন ব্রেন্ডন হামিল। এদিন আলাদা টিম করেও খেলিয়েছেন হাবাস। সেখানে আক্রমণভাগের ফুটবলারদের বিরুদ্ধে কখনও হামিল-আনোয়ার আবার কখনও আনোয়ার-হেক্টরদের খেলিয়ে দেখে নেন বাগানের স্প্যানিশ বস। উইং দিয়ে বল ভাসিয়ে গোল করার মহড়াও চলে।
সাদিকুর পরিবর্তে কামিন্সের অন্তর্ভুক্তি ছাড়া রয় কৃষ্ণদের বিরুদ্ধে সবুজ-মেরুনের প্রথম একাদশে আর কোনও বদলের সম্ভাবনা কম। কলকাতার গরমে জনি কাউকোর সমস্যা হলেও তিনিই শুরু করবেন। দ্বিতীয়ার্ধে হয়তো মাঠে নামবেন সাহাল আব্দুল সামাদ। ভারতীয় তারকা সম্পূর্ণ ফিট। তাঁকে রবিবার সুচতুরভাবে ব্যবহার করতে চাইছেন বাগানের হেড স্যার। ভুবনেশ্বরে কৃষ্ণকে থামাতে হিমশিম খেয়েছিল সবুজ-মেরুন রক্ষণ। যুবভারতীতে সমর্থকদের সামনে আর ভুল করতে চান না হেক্টর, শুভাশিসরা। প্র্যাকটিসের পর আত্মবিশ্বাসে ভরপুর শুভাশিস বলে যান, ‘‘বারবার একই ভুল আমরা করব না। সমর্থকদের জন্যই আমাদের জিততে হবে। কৃষ্ণ বারবার রক্ষণ ভেঙে গোল করে যাবে, সেটা আমরা হতে দেব না।’’

Latest article