প্রতিবেদন : আগামিকাল রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Exam)। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে। এই তাপপ্রবাহের মধ্যে যেহেতু পরীক্ষা হবে তাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএসের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিও তৎপর রয়েছে। যদিও পরীক্ষাকেন্দ্রে নিয়মমাফিক জেনারেটরের ব্যবস্থা রাখা হবে। পরীক্ষাকেন্দ্রে যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে সুস্থ করার জন্য প্রাথমিক চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি, সচিত্র পরিচয়পত্র পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। ১৫ মিনিট আগেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, পেন, হাতঘড়ি, যে কোনও রকমের ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের (Joint Entrance Exam) কাছ থেকে এই সমস্ত জিনিস পাওয়া গেলে, তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল করা হবে।
আরও পড়ুন- আজ আসানসোল-কুলটিতে মুখ্যমন্ত্রী