বৃহস্পতিবারই বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। কমিশনের পদক্ষেপকে সাধারণ মানুষের প্রতি ‘সুবিচার’ বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শীতলকুচিতে যাঁদের নেতৃত্বে নির্দোষ মানুষের উপর কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল, তৎকালীন সেই পুলিশ সুপার দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ায় দেবাশিস ধরের প্রতি যোগ্য বিচার হয়েছে বলে দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
২০২১ সালে তৃণমূল থেকে যে নেতাদের বরখাস্ত করা হয়েছিল তাঁদের সঙ্গে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের তুলনা করতে গিয়ে অভিষেক বলেন, “ধন্যবাদ দিই বিজেপিকে। তার কারণ তৃণমূলের যত আবর্জনা আমরা বের করে দিয়েছি, আবর্জনাগুলোকে ২০২১ সালে নিয়েছিল বলে তৃণমূলের ফল এত ভালো হয়েছিল। আর সরকারের যারা আবর্জনা দেবাশিস ধরের মতো লোকেরা, দিনের আলোয় যাঁর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছিল নির্দোষ বাঙালিকে, আজ তার প্রতি যোগ্য বিচার হয়েছে।”
শনিবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও তিনবারের সাংসদ শতাব্দী রায়ের নির্বাচনী প্রচারে দুবরাজপুরে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভার শুরুতেই দেবাশিস ধরের প্রার্থী পদ খারিজ হওয়া নিয়ে কটাক্ষ করেন তিনি। বিজেপির ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যান্য প্রতিশ্রুতির মতই ‘গ্যারান্টি’ ছিল এই প্রার্থী, এমনটা কটাক্ষ করে অভিষেক বলেন, “দেশের প্রধানমন্ত্রী এসে গ্যারান্টি দিচ্ছে, বলছে মোদির গ্যারান্টি। মোদির গ্যারান্টি কী? ১৫ দিনে বিজেপির দুবার প্রার্থী বদল।”
নির্বাচনের আগে মোদির গ্যারান্টির অনিশ্চয়তা নিয়ে বিজেপি নিজেই প্রমাণ দিচ্ছে প্রার্থী তুলে নিয়ে। তিনি কটাক্ষ করেন, “পনেরোদিনে দুবার প্রার্থী বদল। এখনও মানুষ জানে না বিজেপির প্রার্থী কে। কাল দেখছিলাম দেওয়াল মোছা হচ্ছে, গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে। এতই খারাপ অবস্থা এদের। বাংলার কৃষ্টি সংস্কৃতি এরা নষ্ট করতে চাইছে এজেন্সি লাগিয়ে।” সেই সঙ্গে বাঙলা বিরোধী বিজেপির প্রমাণ হিসাবে তিনি তুলে ধরেন, “এদের জমিদারি বোতাম টিপে মানুষের টাকা আটকে দেব। আর বাংলার টাকা নিয়ে দিল্লিতে ২০ হাজার কোটি টাকা করে নিজেদের বাসভবন তৈরি করব।”
আরও পড়ুন- দুদফায় হার বুঝে ভয় পেয়েছে বিজেপি, চকোলেট বোমা ফাটলেও এনএসজি! তুলোধনা মুখ্যমন্ত্রীর
বাংলায় বিজেপির মাটি দুর্বল হয়ে যাওয়ার কারণেই এজেন্সির বাড়াবাড়ি রাজ্যের তৃণমূল নেতাদের উপর এজেন্সি হামলা নিয়েও বীরভূম থেকে তোপ দাগেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। নির্বাচনী প্রচারে সেই তল্লাশিকে লক্ষ্য করেও অভিষেক বলেন, “আজকে তৃণমূল নেতাদের অত্যাচারিত করে রাখছে এরা কীভাবে। নির্বাচনের প্রাক্কালে কারো ঘরে ইডি-সিবিআই, কারো এনআইএ কারো ঘরে আয়কর দফতর। তাকে যাতে দমিয়ে চমকে বিজেপিকে যাতে সুযোগ করে দিতে পারে, সেই প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে।” তবে বিজেপির এই পন্থায় কোনওভাবেই তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, সেই বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।