ভারীবৃষ্টি-ভূমিধসে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir- Landslide) রামবান। বিপদের মুখে জম্মু-কাশ্মীরবাসী। রামবান জেলায় ধসে যাচ্ছে বহু বাড়ি। বাড়ির দেওয়ালেও ধরেছে ফাটল। ভূমিধসের জেরে রাস্তাঘাটও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন ১০০ পরিবার। এখনও পর্যন্ত ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাড়িতে ফাটল দেখা দিতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। প্রশাসনের তরফে পাঁচশো-রও বেশি মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ভূমিধসের (Jammu-Kashmir- Landslide) মাঝেই বৃষ্টিতে জেরবার রামবান। উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাসিন্দাদের সরানোর পাশাপাশি রাস্তাঘাট এবং বিদ্যুতের খুঁটির মতো পরিষেবাগুলি ঠিক করার কাজ চলছে।
আরও পড়ুন- আবার কৃষ্ণাঙ্গ খুন করল পুলিশ, ঘাড়ে পা চেপে ধরে মেরে ফেলল আইনের রক্ষকরাই
পূর্ব-দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যবাসীরা যখন গরমে পুড়ছে তখন জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে একেবারে ভিন্ন ছবি। জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো মৌসম ভবন। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জম্মু-কাশ্মীর। পাশাপাশি, হিমাচলের তুষারপাতের খবরও মিলেছে।