চেন্নাই, ২৮ এপ্রিল : এতদিন টপ অর্ডার টেনে নিয়ে যাচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদকে। তাতে ভর করে বড় স্কোর খাড়া করছিল তারা। রবিবার চিপক দুর্গে এই সানরাইজার্স মুখ থুবড়ে পড়ল তুষার দেশপাণ্ডে ও মাথিশা পাথিরানার সামনে। চেন্নাইয়ের ২১২ রান তাড়া করতে গিয়ে তারা শেষ হয়ে গেল ১৩৪ রানে।
গোটা ইনিংসে সবথেকে বেশি রান মার্করামের ৩২। এতেই স্পষ্ট বাকিরা তুষার (৪ উইকেট), পাথিরানা (২ উইকেট) ও মুস্তাফিজুরের (২ উইকেট) মোকাবিলা করতে পারেননি। ৭ বল বাকি রেখে সিএসকে জিতল ৭৮ রানে। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে এখন চেন্নাই। নেট রান রেটে সামান্য পিছিয়ে থেকে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স। প্যাট কামিন্স টসে জিতে আগে চেন্নাইকে ব্যাট করতে দিলেন হালফিলের ট্রেন্ড মেনে। সবাই এখন রান চেজে যেতে চাইছে। খুব স্বাভাবিক। সেটাই সহজ মনে হচ্ছে সব দলের কাছে। রান বুঝে তাড়া করো।
আরও পড়ুন-আজ হাওড়ায় অভিষেক, কর্মীদের উৎসাহ তুঙ্গে
উইকেট নিয়ে প্রচুর চর্চা হচ্ছে আইপিএলে। এখন যা পরিস্থিতি তাতে আড়াইশোও আর নিরাপদ নয়। ক’দিন আগে কেকেআর ২৬১ করে হেরে গিয়েছে পাঞ্জাব কিংসের কাছে।
রাহানে আর ঋতুরাজ ইনিংস শুরু করলেও রাহানে কিন্তু ৯ রানের বেশি করতে পারেননি। ভুবির বলে শাহবাজ যখন তাঁর ক্যাচ নিলেন, বোর্ডে রান ১৯। সিএসকে অবশ্য এই ধাক্কা সামলে নিয়েছিল। ঋতুরাজ ও ড্যারেল মিচেলের হাফ সেঞ্চুরিতে তাদের রান ১৩ ওভারের শেষে ১২৩/১ হয়ে যায়।
শেষমেশ চেন্নাই এই রানকে টেনে নিয়ে গিয়েছে ২১২/৩-এ। আর সেটা অধিনায়ক ঋতুরাজের জন্য। তিনি ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। চেন্নাই ইনিংসে আর বড় রান মিচেলের ৫২ ও শিবম দুবের ৩৯ নট আউট। ধোনি ২ বলে ৫ নট আউট ছিলেন।