বড়বাজারের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সপ্তাহের শুরুতে আগুন লাগল বড়বাজারে। বড়বাজারের (Burrabazar) একটি গুদামে আগুন লাগার ফলে ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।

Must read

সপ্তাহের শুরুতে আগুন লাগল বড়বাজারে। বড়বাজারের (Burrabazar) একটি গুদামে আগুন লাগার ফলে ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। হতাহতের কোনও খবর যদিও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। জানা গিয়েছে, সকালে বড়বাজারের একটি পিচবোর্ডের গুদামে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, সেটা যদিও এখনও স্পষ্ট নয়। প্রথমে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন এলেও পরে আরও ৩টি ইঞ্জিন আনা হয়।

আরও পড়ুন-আজ হাওড়ায় অভিষেক, কর্মীদের উৎসাহ তুঙ্গে

সূত্রের খবর, ওই গুদামে প্রচুর পরিমান দাহ্য পদার্থ মজুত ছিল। ঘিঞ্জি এলাকা বড়বাজার, তার উপর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একসঙ্গে ১০টি ইঞ্জিন কাজ চালাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো আন্দাজ করা যায়নি। সুজিত বসু এই মর্মে জানান, “কীভাবে আগুন লেগেছে, খতিয়ে দেখা হচ্ছে। একটা পিচবোর্ডের গোডাউনে আগুন লেগেছে। সেখান থেকে আশেপাশের দুটি বাড়ির নীচের তলে আগুন ছড়িয়ে পড়ে। যারা ওখানে বসবাস করেন, তাদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আর যাতে আগুন না ছড়িয়ে পড়ে, তার চেষ্টা চলছে। কুলিং প্রক্রিয়া চলছে।”

Latest article