প্রতিবেদন : দাবদাহে উত্তরের দুই দিনাজপুরের পাশাপাশি পুড়ছে মালদহ। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় গত কয়েকদিন ধরেই উঠে এসেছে মালদহের নাম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক নাগাড়ে ৪০ ডিগ্রির ওপরে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ার সতর্কতা রয়েছে। প্রচণ্ড গরমের কারণে একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে মালদহের ইংরেজবাজারে পুরকর্মীদের পাশে দাঁড়াল মানবিক পুরসভা। দিল পুরকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা।
আরও পড়ুন-ফের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা
রাস্তায় বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত পুরকর্মীদের জন্য বড় ঘোষণা মালদহের ইংরেজবাজার পুরসভার। এখন থেকে প্রতিদিন পুরকর্মীরা পাবেন পুরসভার তরফে গ্লুকোজ। প্রত্যেকের মাথায় টুপির ব্যবস্থাও করেছে পুরসভা। এর পাশাপাশি একনাগাড়ে কাজ থেকে রেহাই দিতে দৈনিক এক ঘণ্টা করে ‘বিশ্রাম’ নিতে পারবেন পুরসভার কর্মীরা। ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানিয়েছেন এই বিষয়ে। তিনি বলেন, মালদহের ইংরেজবাজার পুরসভায় হাজারেরও বেশি কর্মী রয়েছেন যাঁরা প্রতিদিন আউটডোরে বিভিন্ন পরিষেবার কাজে যুক্ত থাকেন। এঁদের মধ্যে রয়েছেন সাফাই কর্মী, বিদ্যুৎ বিভাগের কর্মী, যান নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত কর্মী এবং জল সরবরাহ বিভাগের কর্মীরা। সূর্য যখন মধ্যগগনে অর্থাৎ গরম সবচেয়ে বেশি। সেইসব সময়েও রাস্তায় কাজ করতে হয় এইসব পুরকর্মীদের।