তৃতীয় দফার (Third phase) নির্বাচনের আগে আজ নদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) সমর্থনে আজ, বৃহস্পতিবার তেহট্টে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমোর জনসভায় শামিয়ানার বন্দোবস্ত করা হয়েছিল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। শুক্রবার কৃষ্ণনগর শহরে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাইভোল্টেজ এই কেন্দ্রে লড়াই তৃণমূলের মহুয়া মৈত্র বনাম বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের।
আরও পড়ুন-কবে স্বস্তির বৃষ্টি কলকাতায়
এদিন মঞ্চ থেকে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে আক্রমণ করে বলেন, ”কোথায় কত ভোট পড়ল, তার একটি হিসাব ভোটের পর কমিশন সূত্রে জানা গিয়েছিল। ১১ দিন পর কমিশনের তরফে আনুষ্ঠানিক ভাবে যে ভোট শতাংশের হার প্রকাশ করা হয়, তাতে দেখা গিয়েছে ভোট আগের চেয়ে ছয় শতাংশ বেড়ে গিয়েছে। ভোটের দিন লোকে জানল এত শতাংশ ভোট পড়েছে। কিছু দিন পর সেই সংখ্যা উল্টে গেল! কোনও দেশে এটা হয় না। এত গরম। আমার লু লেগে গিয়েছে। গলা ভেঙে গিয়েছে। গত এক মাস ধরে আমি বাড়ির বাইরে আছি। আরও এক মাস টানতে হবে। গরমে সকলের এত কষ্ট হচ্ছে। কেন এত দিন ধরে ভোট চালানো হল? বিজেপি নিজের ইচ্ছা মতো লোক দিয়ে কমিশন বানিয়েছে।”
আরও পড়ুন-মাধ্যমিকের ফলপ্রকাশের পর পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
শুক্রবার কৃষ্ণনগরে প্রচারে যাবেন প্রধানমন্ত্রী। মোদীর বিরুদ্ধে এদিন কৃষ্ণনগরে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেহট্টের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘উনি তো রোজ নিজের বিজ্ঞাপন দিচ্ছেন। শুধু নিজের প্রচার করে বেড়াচ্ছেন। যে দিকে তাকাই, ওঁর ছবি দেখা যায়। চার দিকে ঝুটা গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছেন। কী বলতে আসবেন আপনি? ১০০ দিনের টাকা তো দেননি। পাকা বাড়ির টাকা দেননি, রাস্তার টাকা দেননি। রেশন বিনামূল্যে দেননি। রোজ মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ মিথ্যা বললে লজ্জা পান। কান ধরতে হয় তাঁদের। আর মিথ্যা বললে মোদীকে পুজো করতে হয়। কাল আবার মিথ্যা বলতে আসছেন মহুয়ার এখানে।”