সুমন করাতি, হুগলি : পুজোর ফল কাটা থেকে ভোগ রান্না, প্রতিমা বরণ, নিষ্ঠাভরে জগদ্ধাত্রী পুজোর সমস্ত আচার নিয়ম করেন পুরুষরাই। কৃষ্ণনগরের চাউলপট্টির আদি জগদ্ধাত্রী পুজো এবং কাপড়পট্টির পুজো।
আরও পড়ুন-Shantiniketan Hospital: চক্রান্ত বানচাল, শান্তিনিকেতেন হচ্ছে হাসপাতাল
প্রায় ৩০০ বছরের এই পুজোর প্রতিটি ছত্রে রয়েছে নানান ইতিহাস।
চাউলপট্টির পুজোর সূচনা করেন এখানকার ব্যবসায়ী সমাজ। তখন থেকেই পুরুষরা এই পুজোর সমস্ত কিছু আয়োজন করেন। ভক্তদের আদি জগদ্ধাত্রী মা বড়মা নামেই পরিচিত। এই পুজোর পরই শুরু হয় কাপড়পট্টির পুজো। এবারে ২৫০ বছরে পড়ল এই পুজো। এখানেও একই রীতি। সবই করেন পুরুষরা।
আরও পড়ুন-Pension Policy: পেনশন নীতির প্রতিবাদে ধরনা
এখানকার প্রতিমা মেজমা নামে প্রসিদ্ধ। লোকমুখে প্রচলিত, খুবই জাগ্রত এই প্রতিমা। প্রতি বছর পুজোয় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। মানত করেন। এছাড়াও ভদ্রেশ্বরের গঞ্জের বাজার ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পুজো এ বছর ২১৩ বছরে পড়ল। ভদ্রেশ্বর এলাকায় এখানকার প্রতিমা ছোটমা নামে পরিচিত। চন্দননগরের এই তিন প্রতিমা দর্শনে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো।