Shantiniketan Hospital: চক্রান্ত বানচাল, শান্তিনিকেতেন হচ্ছে হাসপাতাল

কৌশল বানচাল করে শেষ পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সদস্যরা সশরীরে মেডিক্যাল কলেজ পরিদর্শন করে যান এবং অনুমোদন দেন।

Must read

সংবাদদাতা, বোলপুর : মুখ পুড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ যাতে অনুমোদন না পায় সে বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর চক্রান্ত বানচাল করে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ। তাঁর চিঠিকে পাত্তা না দিয়ে সরকারের পিপিপি মডেলের মেডিক্যাল কলেজকে অনুমোদন দেওয়া হল।

আরও পড়ুন-Pension Policy: পেনশন নীতির প্রতিবাদে ধরনা

এমবিবিএস পড়ার জন্য চলতি শিক্ষাবর্ষেই এখানে ক্লাস শুরু হবে। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের অধিকর্তা মলয় পিঠ জানিয়েছেন, ‘‘অবশেষে কেন্দ্র অনুমোদন দেওয়ায় বীরভূম জেলা চিকিৎসা ব্যবস্থায় বেশ কয়েক ধাপ এগিয়ে গেল। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি উন্নততর চিকিৎসার জন্য কলকাতায় ছুটতে হবে না।’’

একশো শয্যার মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। এর মধ্যে ৫০টি শয্যা আইসিইউ হিসেবে ব্যবহার করা হবে। বিরোধী দলনেতা চেয়েছিলেন, এই মেডিক্যাল কলেজ যাতে না হয়। সব কৌশল বানচাল করে শেষ পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সদস্যরা সশরীরে মেডিক্যাল কলেজ পরিদর্শন করে যান এবং অনুমোদন দেন।

Latest article