ভয়াবহ বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কেনিয়ায় (Kenya- flooding)। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮৮ জনের। বানভাসি হয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যে জোরকদমে কেনিয়া রেড ক্রস সোসাইটি শুরু করেছে উদ্ধারকাজ, বিভিন্ন ক্যাম্প ও লজে আটকে থাকা ৭০ পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। মাসাই মারার জঙ্গলে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন কমপক্ষে শতাধিক পর্যটক।
আরও পড়ুন- লেনদেনের অস্বচ্ছতার অভিযোগ! আদানির ৬ সংস্থাকে শোকজ নোটিশ দিল সেবি
তবে পুরোপুরি উদ্ধারকাজ শেষ হতে ঠিক কতখানি সময় লাগবে তা জানা নেই। তবে সাম্প্রতিককালে এমন ভয়াবহ বিপর্যয় কেনিয়ায় হয়নি। বিগত কয়েকদিন ধরেই কেনিয়ায় (Kenya- flooding) শুরু হয়েছে প্রবল বর্ষণ। মূলত এল নিনোর কারণে লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই ফুলে-ফেঁপে উঠেছে কেনিয়ার অধিকাংশ নদী ও জলাশয়। মার্চ থেকে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টিতে সেখানে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। সম্প্রতি দক্ষিণ কেনিয়ায় হড়পা বানে ভেঙে পড়ে একটি জলাধার। ভয়ঙ্কর স্রোতের তোড়ে মৃত্যু হয় কমপক্ষে ৩৫ জনের।