লেনদেনের অস্বচ্ছতার অভিযোগ! আদানির ৬ সংস্থাকে শোকজ নোটিশ দিল সেবি

Must read

বন্ধ হচ্ছে না আদানিদের রক্তক্ষরণ। এবার লেনদেনের অস্বচ্ছতার অভিযোগ আদানির ৬ সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-র নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে ওই সংস্থাগুলির বিরুদ্ধে। আদানি গোষ্ঠী ইতিমধ্যেই দুটি শোকজ নোটিশ পেয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের ভিত্তিতেই নোটিশগুলি পাঠানো হয়েছে। আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, ৩ ধরনের অভিযোগ নিয়ে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বেআইনি লেনদেন, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং সেবির (Adani Group- SEBI) নিয়ম লঙ্ঘন করেছে ৬ সংস্থা।

আরও পড়ুন- সরকারি বাংলা মাধ্যম স্কুলকে নিয়ে বিশেষ উদ্যোগ শিক্ষামন্ত্রীর

গত বছর জানুয়ারিতে আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। ১০০ পাতার ওই রিপোর্ট ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা। গলা চড়িয়েছিল দেশের তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এরপর শেয়ার বাজারেও ধাক্কা খায় আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ রিপোর্টের পরই শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো এবং বেআইনি লেনদেনের মতো অভিযোগে ভারতীয় ধনকুবেরের সংস্থাকে বিরুদ্ধে তদন্ত শুরু করে সেবি (Adani Group- SEBI)। এবার এই নিয়েই আদানির সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়েছে সেবি।

Latest article