প্রতিবেদন : মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার সন্ধে হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির ছোঁয়া পেল বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। উত্তরে কোচবিহারেও হল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। হাঁসফাঁস গরম থেকে খানিক স্বস্তি বঙ্গবাসীর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামিকালও। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন-আম-রাজ্যে আমের আদলে মডেল বুথ
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়া জেলায়। সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবারেও দক্ষিণের সব জেলাতেই প্রায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ক’দিন উত্তাল হবে সমুদ্র। তাপপ্রবাহের দীর্ঘ স্পেল শেষ হয়েছে সোমবারই। ঝড়বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদেরা।