মুখ্যমন্ত্রীকে কদর্য আক্রমণ, বোসকে তুলোধোনা তৃণমূলের

বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।

Must read

প্রতিবেদন: বিজেপির তল্পিবাহকতা করতে গিয়ে তদন্তকারীদের অসহযোগিতা করা রাজ্যপালের অভ্যেস হয়ে গেছে। এই ভাষাতেই রাজ্যপালকে ধুইয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। একইসঙ্গে বোসকে তাঁর কথাই পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। বিতর্ক এড়াতে শুক্রবারই চেন্নাই উড়ে যান রাজ্যপাল। সোমবার তিনি কলকাতা ফিরেই কদর্য ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তাঁর এই ঘৃণ্য মন্তব্যের পরেই বোসকে একেবারে চাঁচাছোলা জবাব দিল তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাংলায় ৬০ কিমি বেগে বইল ঝড়

শান্তনু সেন বলেন, তাঁর যদি মনে হয় তিনি সত্যিই নির্দোষ তাহলে তার বলা উচিত আমি তদন্তের মুখোমুখি হতে রাজি আছি। তদন্তের কথা বলে তিনি নিজেকে প্রমাণ করুন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরির কথা বলছেন? উনি পদ্মপালে পরিণত হওয়া একজন মানুষ হয়ে গেছেন। এই পদ্মপালের দাদাগিরি বাংলার মানুষ মেনে নেবে না। চন্দ্রিমা ভট্টাচার্য তোপ দেগে বলেন, উনি কলকাতায় ফিরেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কথা বলা শুরু করেছেন, যা অসম্মানজনক। এর থেকেই বোঝা যায়, মহিলাদের প্রতি ওঁর দৃষ্টিভঙ্গি কী। উনি বলছেন, মুখ্যমন্ত্রীর দিদিগিরি মেনে নেবেন না। তবে কি উনি দাদাগিরি চালিয়ে যাবেন? বাংলার মানুষ এটা মানবে না। প্রতি পদে পদে প্রমাণিত হয়ে যাচ্ছে, উনি অন্যায় করেছেন। নারীদের প্রতি উনি যে অসম্মানজনক কাজকর্ম করছেন, বাংলার মানুষ তার জবাব দেবে। এর পরিণতি মোটেই ভাল হবে না।

Latest article