প্রতিবেদন : নির্বাচনী প্রচারে যাতে কোনওভাবেই অংশ না নিতে পারেন আপ-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, সেই লক্ষ্যে আরও একটি কৌশল নিল গেরুয়া শিবির। বিরোধী শিবিরের অভিযোগ সেটাই। ইডি, সিবিআইয়ের পর এবার এনআইএ। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত খালিস্তানপন্থী সন্ত্রাসী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ থেকে রাজনৈতিক তহবিল গ্রহণের অভিযোগে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন।
আরও পড়ুন-কুমিরে ভরা খালে মূক-বধির শিশুসন্তানকে ছুঁড়ে ফেলে দিল মা, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
কেজরিওয়ালের আম আদমি পার্টি একটি খালিস্তানপন্থী গোষ্ঠীর কাছ থেকে ১৬ মিলিয়ন ডলার পেয়েছে বলে অভিযোগের ভিত্তিতে ভি কে সাক্সেনা এই পদক্ষেপ নিয়েছেন। কী সেই অভিযোগ? কেজরিওয়ালের আম আদমি পার্টি দেবেন্দ্র পাল ভুল্লরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বাড়িয়ে দেবে সহযোগিতার হাত— এই শর্তে খালিস্তানপন্থী গোষ্ঠীর কাছ থেকে ১৬ মিলিয়ন ডলার পেয়েছে। খালিস্তানি সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত গুরবতপন্ত সিং পান্নুন প্রকাশিত একটি ভিডিওর উল্লেখ করে অভিযোগ করেন, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে খালিস্তানি গোষ্ঠীগুলোর কাছ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে আপ। তবে এই অভিযোগের সারবত্তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিরোধী শিবির।