প্রতিবেদন : জগদ্ধাত্রী পুজোয় (jagaddhatri puja) রাজ্যবাসীকে অভিনন্দন বার্তা জানালেন মুখ্যমন্ত্রী (Chief minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
জগদ্ধাত্রীপুজোয় মেতে উঠেছে চন্দননগর। চন্দননগর মানেই আলোর জাদু। তাই বাহারি আলোয় ঝলমলে চারপাশ। অধিকাংশ আলোকশিল্পী তাঁদের মুনশিয়ানা দেখাতে জিটি রোড আলোর তোরণ দিয়ে মুড়ে দিয়েছেন। তাই এবার আরও বাড়তি আলো দেখতে পাবেন দর্শনার্থীরা।
আরও পড়ুন : Kunal Ghosh: রামায়ণ হাতে পুলিশের মুখোমুখি কুণাল
বৃহস্পতিবার মহাসপ্তমীর দিন থেকেই জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। তবে তারই মধ্যে প্রশাসনের সজাগ দৃষ্টি। কঠোর ভাবে মানা হচ্ছে কোভিড বিধি। জগদ্ধাত্রীপুজোয় বাহারি আলোতে সেজে উঠেছে চন্দননগর। কোথাও আইফেল টাওয়ার, সামান্য দূরে চোখ যেতেই নজরে পড়ছে বল নিয়ে খেলছে ডলফিন। নিখুঁত আলোর কারিগরি। শোলার কাজ করা অলঙ্কার এবং পোশাকে অসাধারণ রূপে বিরাজ করছেন জগদ্ধাত্রী। বিশালাকার প্রতিমা ও আলোকসজ্জার টানে ঐতিহাসিক চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবে আলোর শহরে জনজোয়ার। চন্দননগরের আলোর জাদু দেখতেই দুরদূরান্ত থেকে থেকে আসেন দর্শনার্থীরা। জনজোয়ার সামাল দিতে বৃহস্পতিবার দুপুর দুটো থেকেই জিটি রোডে ‘নো এন্ট্রি’ করেছে। আগামী ১৬ তারিখ অবধি প্রতিদিন দুপুর ২টো থেকে পরদিন ভোর ৬টা অবধি চুঁচুড়া থেকে ভদ্রেশ্বর পর্যন্ত জিটি রোড যানবাহনের জন্য নো এন্ট্রি থাকছে।