Kunal Ghosh: রামায়ণ হাতে পুলিশের মুখোমুখি কুণাল

(রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের কাছে বাগমা ফাঁড়িতে জেরা চলছে কুণালের)

Must read

প্রতিবেদন : একসঙ্গে ৫টি থানায় ত্রিপুরায় (Tripura) তৃণমূল কংগ্রেস (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) জেরা (integration) হয়েছে। রামায়ণ হাতে পুলিশের মুখোমুখি হন তিনি।

 

রাজধানী আগরতলা (Agartala) থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের (Udaypur) কাছে বাগমা (Bagma) ফাঁড়িতে জেরা চলছে কুণালের। যেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ওমপি, বীরনগর, আর কে পুর ও কাঁকড়াবন থানার তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন : আঁধার পেরিয়ে আলো

এদিন সকালে বাগমা ফাঁড়িতে কুণাল আসার আগে থেকেই ফাঁড়ি ঘিরে বিরাট পুলিশ বাহিনী। এদিন কুণালের সঙ্গে আসতে দেখা যায় তৃণমূলের তিন ছাত্রযুবদের। ছিলেন জয়া দত্ত, সুদীপ রাহা, মৃত্যুঞ্জয় পালরা।

পুলিশের বক্তব্য: কুণাল কেন ভাষণে সীতার পাতালপ্রবেশ টেনেছেন? এটা ধর্মের বিষয়।

কুণাল বলছেন: বিজেপি কেন জয় শ্রীরাম বলে তৃণমূলের উপর হামলা করছে ? কেন রামরাজ্য বলছে? ওরা রাম বললে আমি কেন মা সীতার অপমান ও পাতালপ্রবেশ বলতে পারব না?

কুণালের দাবি: হয় রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ হোক। অথবা পুলিশ বলে দিক রামায়ণের কোন কোন অংশ ব্যবহার করা যাবে কিংবা যাবে না।

কুণাল ঘোষ এদিন পুলিশের মুখোমুখি হওয়ার আগে বাল্মীকি রামায়ণসহ রামায়ণ গবেষণার ছটি বই এবং আন্তর্জাতিক গবেষণার নথি নিয়ে যান। তিনি বলেন, “আমি বিশেষজ্ঞদের লেখার বাইরে কোনো কথা বলিনি। তাই মহাকাব্যের উপর ভিত্তি করে কোনো অভিযোগ হতে পারে না। এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা।

রামায়ণের সংশ্লিষ্ট অংশ নিয়ে একটি নোটও পুলিশ অফিসারদের দেন কুণাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুণালের জেরা শেষ হয়নি বলেই জানা গিয়েছে।

Latest article