সামাজিক মাধ্যমে প্যালেস্টাইনের (Palestine) ও গাজায় তুমুল ইসরাইল-হামাস (Israel Hamas) যুদ্ধের পোস্টে লাইক দেওয়ায় মুম্বাইয়ের একটি শীর্ষ বিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। স্কুলটির তরফে বলা হয় যে এই পদক্ষেপটি “আমাদের ঐক্য এবং নীতির সাথে আপস করা হয় না সেটা নিশ্চিত করার জন্য”।
আরও পড়ুন-প্রকাশিত এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল, শীর্ষে পূর্ব মেদিনীপুর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকার সোমাইয়া স্কুলের তরফে বলা হয়, ‘এটা আমাদের নজরে এসেছে যে পারভীন শেখের সোশ্যাল মিডিয়া কার্যকলাপগুলি আমাদের মূল্যবোধগুলির বিরুদ্ধাচারণ করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে,পারভীন শেখকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’ স্কুলটি জানায় যে তারা “দৃঢ়ভাবে মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সমর্থন করে” তবে এটি “দায়িত্বের সাথে প্রয়োগ করা উচিত” বলেই তারা মনে করেন।
আরও পড়ুন-কর্মীসঙ্কট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, বাতিল কমপক্ষে ৮০টি বিমান
এই ঘটনার প্রতিক্রিয়ায়, পারভীন শেখ তার “বরখাস্ত”কে “সম্পূর্ণ বেআইনি, কঠোর এবং অযৌক্তিক” হিসাবে বর্ণনা করেছেন এবং তিনি কর্মক্ষেত্রে এমন এক “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” পদক্ষেপের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “একজন স্কুলের অধ্যক্ষ হিসাবে আমার কাজ যথেষ্ট গঠনমূলক ছিল এবং এই কারণে আমাকে বহিষ্কৃত করা অন্যায় ও অনৈতিক। সোমাইয়া স্কুলের ১২ বছরের সম্পর্ক। সাত বছর আগে অধ্যক্ষ পদে দায়িত্ব পাই। সব দায়িত্ব যথাযথ ভাবে পালনের চেষ্টা করেছি। ম্যানেজমেন্টের কাছ থেকে বহিষ্কারের খবর পাওয়ার আগেও সোশ্যাল মিডিয়া থেকে আমার বহিষ্কারের খবর জেনে আমি হতবাক! এটি সম্পূর্ণ বেআইনি এবং অন্যায়। আমাকে পদত্যাগের জন্য রীতিমত চাপ দেওয়া হচ্ছিল। এবার আমি আইনি পথে হাঁটতে আমি বাধ্য হব’’
আরও পড়ুন-হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচ
গত সপ্তাহে স্কুল কর্তৃপক্ষ জানায় যে তারা পারভীন শেখের কাছ থেকে একটি লিখিত ব্যাখ্যা চেয়েছে এবং তার উত্তরের জন্য অপেক্ষা করছে। মঙ্গলবারের স্কুলের বিবৃতিতে অবশ্য সে উত্তর দিয়েছিল কিনা সেটা উল্লেখ করা হয়নি। পদত্যাগ করতে বললেও তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন বলেই মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে খবর।শেখ ১২ বছর ধরে এই স্কুলের সাথে যুক্ত ছিলেন এবং সাত বছর আগে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।