হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচ

অবশেষে হাওড়ার (Howrah) বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের (Howrah City police) গোয়েন্দারা

Must read

অবশেষে হাওড়ার (Howrah) বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের (Howrah City police) গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতের নাম শেখ সাজিদ। বেঙ্গালুরু থেকে তাকে ধরা হয়েছে বলে খবর। সেখানে সাজিদ গিয়েছিলেন একটি হাসপাতালে চিকিৎসার জন্য। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। হাতে ছিল আগ্নেয়াস্ত্র। পঞ্চায়েত অফিসের মধ্যেই গুলি চালায় তারা। পঞ্চায়েত প্রধানের বাবা-সহ মোট দু’জন জখম হন এই ঘটনায়। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

আরও পড়ুন-পার্শ্বপ্রতিক্রিয়ার স্বীকারোক্তির পরই বাজার থেকে কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা!

এরপরেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। শুক্রবার তাদের হাওড়া জেলা আদালতে পেশ করা হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে সাজিদের নাম প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, অন্য রাজ্য থেকে দুষ্কৃতী ভাড়া করে ওই হামলা করা হয়। সবকিছুর মুলে ছিলেন সাজিদ।

Latest article