আজ, বুধবার বাচুপল্লী (Bachupalli) এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে হঠাৎ করেই একটি নির্মীয়মাণ অ্যাপার্টমেন্টের (Apartment) দেওয়াল ভেঙে পড়ে। এমন এক ঘটনায় চার বছরের এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, নিহতরা ওড়িশা ও ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিক ছিলেন। বাচুপল্লি পুলিশ তরফে খবর, বুধবার ভোরে একটি এক্সক্যাভেটরের সাহায্যে ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার থেকে হায়দরাবাদ ও তেলেঙ্গানার (Telangana) বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আরও পড়ুন-প্যালেস্টাইনের পোস্টে লাইক দেওয়ায় মুম্বইয়ের শীর্ষ স্কুলের প্রিন্সিপালকে বরখাস্ত
বৃহত্তর হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ডিআরএফ দল মোতায়েন করা হয়েছে এবং শহরের বেশ কয়েকটি জায়গায় জমা জল এবং পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হয়েছে। পরিস্থিতি সামলাতে এদিন প্রধান সচিব (পৌর প্রশাসন ও নগরোন্নয়ন) দানকিশোর জিএইচএমসি কমিশনার রোনাল্ড রোজকে নিয়ে শহরের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন এবং ডিআরএফ দলগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।
আরও পড়ুন-”ডানলপ খুলতে দেয়নি বিজেপি”, হুগলিতে কেন্দ্রের সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, আগামী ১২ মে পর্যন্ত দক্ষিণের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, তেলঙ্গানা, কেরল এবং কর্নাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহযোগে আবহাওয়া প্র্রতিকুল থাকবে। এর মধ্যে এমন এক ঘটনা উদ্ধারকাজ কিছুটা হলেও বিঘ্নিত করছে। মৃতদের পরিবারের ঠিকানা জোগাড় করে তাদের সকলকেই খবর পাঠানোর চেষ্টা চলছে। কীভাবে হঠাৎ করে অ্যাপার্টমেন্টের দেওয়াল ভেঙে পড়ল সেটি বিশদে তদন্ত করে দেখা হচ্ছে।