রিও ডি জেনিরো, ৮ মে : বন্যায় ভাসছে ব্রাজিল! সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণ ভাগ। এই অবস্থায় দুর্গতদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন নেইমার (Neymar)। এগিয়ে এসেছেন আরেক তারকা ফুটবলার দিয়েগো কোস্তাও। তিনি নিজের ট্রাক ও জেট স্কি দিয়ে দুর্গতদের সাহায্য করছেন।
বন্যায় এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যু ও ১৩১ জনের নিঁখোজ হওয়ার খবর এসেছে। গত সাত দিনের বৃষ্টিতে দু’লাখ মানুষ গৃহহীন। তাঁদের অন্যত্র রাখার ব্যাবস্থা হয়েছে। এই বন্যায় অন্তত এক মিলিয়ন মানুষ বিপদে পড়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন ২০ দিনের জন্য সমস্তরকম ফুটবল বন্ধ রেখেছে। রিও গ্রান্দে ডু সুল রাজ্যের তিন নামি ক্লাব গ্রেমিও, ইন্টারন্যাসিওনাল ও জুভেন্টুডের সমস্তরকম ফুটবল-বিষয়ক কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ক্লাবগুলির অন্তত দশটি ম্যাচ নতুন দিনে ফেলতে হবে বলে থবর।
আরও পড়ুন-মহামারীর নতুন রূপ ছড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে
দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনও কোপা লিবারতেদরস ও কোপা সুদামেরিকানার ম্যাচ স্থগিত করে দিয়েছে। এতে গ্রেমিওরও ম্যাচ ছিল। পোর্তো আলেগ্রের বিমানবন্দর আপাতত জলের তলায়। একই অবস্থা ব্রাজিলের বহু শহরের হোটেল ও রাস্তার। এছাড়া আরও বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এই অবস্থায় দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেইমার ও কোস্তা। ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক নেইমার (Neymar) একটি বিমানের ছবি শেয়ার করেছেন। যা খাদ্যসামগ্রী নিয়ে উড়ে যাচ্ছে। নেইমার লিখেছেন, আমি কিছু করলে তা পোস্ট করতে ভালবাসি না। কারণ, যে করে সে অন্তর থেকেই এটা করে। কোনও দায়বদ্ধতা থেকে করে না। তবে আমার এই পোস্ট অন্যদেরও এগিয়ে আসার জন্য। আমি আমার বিমানের চালক ও অন্যদের ধন্যবাদ জানাতে চাই।
নেইমার আরও বলেছেন, তিনি শুধু এখন সবকিছু স্বাভাবিক হওয়ার জন্য প্রার্থনা করছেন। তিনি বলেছেন, তাঁর এই কাজে পাশে রয়েছেন তাঁর বাবাও। দিয়েগো কোস্তা আবার নিজের ট্রাক ও জেট স্কি অন্যদের সাহায্যে নামিয়ে দিয়েছেন। এই কাজে পাশে রয়েছেন চার বন্ধুও।