ভোটপর্বে ‘ভাল রাজ্যের’ তালিকায় উঠে এল বাংলা

আরও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সুনাম বজায় রেখেই চতুর্থ দফার ভোটগ্রহণ ভালভাবে করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Must read

হিংসা নয়, শান্তি চাই, এমনই বার্তা প্রথম থেকেই দিয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই বার্তাই হাতে কলমে করে দেখাল বাংলা। ২০২৪ এর লোকসভা নির্বাচনে (Loksabha election) অন্যান্য রাজ্যের মত বাংলায় প্রথম তিন দফার ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে। বিক্ষিপ্ত কিছু গোলমালের ঘটনা প্রকাশ্যে এলেও বড় কোনও অশান্তি হয়নি। অতীতের ছবিকে অনেকটাই পেছনে ফেলে বাংলার নতুন রূপ নজর কেড়েছে সকলের। ভোট-পর্বে হিংসার ছবির পরিবর্তে এবার দেশের মধ্যে ‘ভাল রাজ্যের’ তালিকায় উঠে এল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তৃতীয় দফার ভোটের পর বাংলাকে দরাজ সার্টিফিকেট দিল।

আরও পড়ুন-মহামারীর নতুন রূপ ছড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের প্রশংসা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। লোকসভা নির্বাচনের মরশুমে দেশের সব রাজ্যের মধ্যে অন্যতম সুষ্ঠভাবে ভোটগ্রহণের রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, তেলঙ্গানা-সহ বেশ কয়েকটি রাজ্যের হিংসার অভিযোগ প্রকাশ্যে আসায় বেশ ক্ষুব্ধ নির্বাচন কমিশন। আরও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সুনাম বজায় রেখেই চতুর্থ দফার ভোটগ্রহণ ভালভাবে করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-কেরলে বাড়ছে ওয়েস্ট নাইল ফিভার

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাংলায় এবারের লোকসভা নির্বাচন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে করতে প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজ্য পুলিশ। সজাগ ছিল নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রতি ভাগে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। প্রথম তিন দফার ভোটের পর বাংলার সার্বিক চিত্রকে ফুল মার্কস দিয়ে দিল নির্বাচন কমিশন।

Latest article