প্রতিবেদন: চিত্র-সাংবাদিকের পিঠে পা তুলে দিয়ে পিষে মারল হাতি। ফসলের খেতে হাতির দলের তাণ্ডবের ছবি তুলতে গিয়েছিলেন এভি মুকেশ (AV Mukesh) নামে ৩৪ বছরের ওই চিত্রসাংবাদিক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলের পলক্কর জেলায় বুধবার সকালে। একটি বহুলপ্রচারিত মালয়ালম সংবাদমাধ্যমে কাজ করতেন মুকেশ। শুধু মুকেশ (AV Mukesh) নন, হস্তিকুলের তাণ্ডবের খবর পেয়ে এদিন সাতসকালে মালামপুজো এলাকায় ছুটে গিয়েছিলেন একদল সাংবাদিক এবং চিত্রসাংবাদিক। জঙ্গলের ২০০ মিটার ভেতরে ঢুকে যান তাঁরা। কিন্তু কেউই বোধহয় কল্পনাও করতে পারেননি এত দ্রুত ওই জায়গায় পৌঁছে যাবে বুনো হাতির দল। আগেই সেখানে হাজির ছিল বেশ কয়েকটি হাতি। তারপর একে একে চলে আসে আরও হাতি। শুরু হয় দাপাদাপি। আচমকাই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তাড়া করে মত্ত হাতির পাল। ছিল বেশ কয়েকটা দাঁতালও। একটি হাতি রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠায় প্রাণ বাঁচাতে যে যেদিকে পারেন দৌড়ে পালান। কিন্তু পারেননি শুধু চিত্রসাংবাদিক মুকেশ। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যান তিনি। উঠে আর দাঁড়ানোরও সুযোগ পাননি তিনি। মুহূর্তের মধ্যে তাঁর শরীরে পা তুলে দেয় হাতিটি। কার্যত পিষে দিয়ে দুলকি চালে প্রস্থান করে। বনবস্তির লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার করেন তাঁকে। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁকে। কিন্তু ততক্ষণে সব শেষ। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সংবাদমাধ্যম এবং সংবাদকর্মীদের মধ্যে। প্রশ্ন উঠেছে কর্তব্যরত সাংবাদিক-চিত্রসাংবাদিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে।
আরও পড়ুন- এবার সরাসরি ধর্ষণের অভিযোগ, আরও বিপাকে দেবেগৌড়ার পরিবার