চুক্তি সংশোধনের প্রস্তাব হামাসের

Must read

প্রতিবেদন: গাজায় যুদ্ধবিরতির জন্য এবার ইজরায়েলের চুক্তি সংশোধনের প্রস্তাব দিল হামাস (Hamas)। সম্প্রতি এমনটাই জানিয়েছে আমেরিকা। চলতি সপ্তাহের শুরুতেই যুদ্ধবিরতির বিষয়ে এক বিবৃতিতে হামাস (Hamas) জানিয়েছে, তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাঁদের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতির ব্যাপারে অবহিত করেছেন। যুদ্ধবিরতিতে সম্মতির কথা বললেও নিজেদের অবস্থানে অনড় হামাস। তাদের অভিযোগ, ইজরায়েলের গাজোয়ারি মনোভাব ও আগ্রাসন কিছুতেই মানা হবে না। তা মাথায় রেখেই চুক্তি সংশোধন করা হোক। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবির মতে, এ-ধরনের শর্ত যুদ্ধ পরিস্থিতিকে আরও নতুন করে ঘোরালো করতে পারে। যুদ্ধ থামার বদলে তা আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইতিমধ্যে গাজা সীমান্তে ইজরায়েলি ট্যাঙ্কের উপস্থিতির কারণে গাজার প্রধান লাইফলাইন রাফা ক্রসিংয়ের প্যালেস্টাইনের অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন- এবার সরাসরি ধর্ষণের অভিযোগ, আরও বিপাকে দেবেগৌড়ার পরিবার

Latest article