প্রতিবেদন : সাংবাদিকদের সামনে মুখ খোলায় অশ্লীল ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি বিজেপি নেত্রীদের বিরুদ্ধে সন্দেশখালি (Sandeshkhali) থানায় অভিযোগ দায়ের হল। সাদা কাগজের সই করিয়ে ধর্ষণের মামলা সাজিয়ে চক্রান্ত ফাঁস বিজেপির। সাংবাদিকদের সামনে দুই মহিলা পুরো ঘটনার মিথ্যে অভিযোগের প্রতিবাদ করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আট নম্বর মাঝের পাড়ার দুই বাসিন্দা সম্পর্কে শাশুড়ি-বৌমা। আজ সন্ধেবেলা সন্দেশখালি থানায় বিজেপির পিয়ালী দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়াতে নিয়তি মাইতি ও মিতা মাইতি আজ ফের একবার জানিয়ে দিলেন আমাদের কেউ যৌন নির্যাতন বা ধর্ষণ করেনি। কেন মিথ্যে মামলা আমাদের দিয়ে করানো হল তা আমরা জানি না। আমরা এই অভিযোগ তুলে নেব। যারা ঘটিয়েছে এই ঘটনা তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দুই গ্রামবাসী সন্দেশখালি থানায়। পিয়ালী দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান।
দুই গ্রামবাসী বলেন, পিয়ালী দাস দিল্লিতে থাকত। কয়েক মাস আগে বাড়ি ফিরেছেন। তিনি সন্দেশখালিকে (Sandeshkhali) বিভিন্নভাবে রাজনৈতিক-উত্তপ্ত করছেন। আমরা এখানে শান্তিতে বসবাস করি এবং আগামী দিনেও করতে চাই। মহিলাদের অভিযোগ, ২০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। না হলে বিজেপির নির্দেশে যে ধর্ষণের মিথ্যে অভিযোগ করা হয়েছিল তা প্রকাশ্যে বলা যাবে না। আরও অভিযোগ, তাঁকে একঘরে করা হচ্ছে। তিনি বলেছেন, এলাকারই এক মহিলা তাঁকে সেদিন থানায় নিয়ে যান। তাঁকে বলেন, এলাকার ভেড়ি লুঠ, একশো দিনের কাজের টাকা, আবাসের টাকা দেওয়া হচ্ছে না, এই নিয়ে অভিযোগ জানানো হবে। এই ভাবেই ভুল বুঝিয়ে তাঁকে সাদা কাগজে সই করানো হয়। মিতা মাইতির অভিযোগ, সেই কাগজেই না জানিয়ে নারী-নির্যাতনের মতো গুরুতর অভিযোগ করা হয়েছিল। এই অভিযোগ সামনে আসতেই ফের তোলপাড় সন্দেশখালি-সহ গোটা রাজ্য।
আরও পড়ুন- চুক্তি সংশোধনের প্রস্তাব হামাসের