প্রতিবেদন : আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে হিমালয় পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপর। এর জেরে উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা৷ অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা৷ নানুরে বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।
আরও পড়ুন-মুখেই নৈতিকতা, পদত্যাগ কেন করছেন না রাজ্যপাল
নানুরে বজ্রপাতে এক মহিলা-সহ দু’জনের মৃত্যু। বজ্রাঘাতে আহত হয়েছেন পাঁচজন। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ রাজ্যের বিভিন্ন জেলায়। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা-সহ সংলগ্ন জেলায়। হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত উত্তর এবং দক্ষিণে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের সব জেলায়। সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকবে। মূলত ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রাজ্যে। বৃষ্টি না হলেও গৌড়বঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে। তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেয়েছে গৌড়বঙ্গবাসী। বৃষ্টি হলে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে।