মুখেই নৈতিকতা, পদত্যাগ কেন করছেন না রাজ্যপাল

শনিবার শ্রীরামপুরের কালীতলা থেকে মাহেশ পর্যন্ত তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামিছিল করেন। জনসংযোগ সারেন শ্রীরামপুরের মানুষের সঙ্গে

Must read

সংবাদদাতা, শ্রীরামপুর : রাজ্যপালের উচিত পদত্যাগ করা। আর তো ক’দিন! জুন মাসের পর আর তিনি রাজ্যপাল থাকতে পারবেন না। শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে সোজা-সাপটা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের কালীতলা থেকে মাহেশ পর্যন্ত তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামিছিল করেন। জনসংযোগ সারেন শ্রীরামপুরের মানুষের সঙ্গে। কল্যাণ বলেন, রাজ্যপালের উচিত পদত্যাগ করা। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে এসেছে তা সত্য কি মিথ্যা তার তদন্ত হওয়া উচিত। যে ভিডিও প্রকাশ করেছেন তাতে কিছুই দেখা যায়নি। বরঞ্চ দেখা যাচ্ছে মহিলাটি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে?

আরও পড়ুন-হিন্দি স্কুলে বাংলায় পঠন, স্কুলের নাম বদলের ভাবনা

তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রশ্ন তুলেছেন, উনি এত বড় বড় কথা বলেন, আইনের কথা বলেন, এত মরালিটির কথা বলেন— তাহলে আজকে কেন পদত্যাগ করছেন না? কল্যাণবাবুর কটাক্ষ, ক্ষমতায় আসতে তো আর পারবেন না কারণ জুন মাসের পর মোদি আর থাকবে না। এমনিই রাজ্যপালকে চলে যেতে হবে।

Latest article