Corona Update: উত্তর দিনাজপুরে করোনা রুখতে তৎপর স্বাস্থ্য দফতর

দুটি ওয়ার্ডকে করা হল কনটেনমেন্ট জোন

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : উত্তরবঙ্গে (North Bengal) ফের প্রকোপ বাড়ছে করোনার। পরিস্থিতি সামাল দিতে সব জেলা প্রশাসন ইতিমধ্যেই আরও গুরুত্ব দিয়ে কাজে নেমে পড়েছে। হাসপাতালগুলোকেও চিকিৎসা পরিষেবা দিতে তৈরি রাখা হয়েছে। বেশি জোর দেওয়া হচ্ছে সচেতনতা প্রচারে।

আরও পড়ুন-Corporation Election: পুরভোটে প্রার্থী বাছবে রাজ্য নেতৃত্ব

উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সংক্রমণ বাড়ছে রায়গঞ্জ পুরসভাতেও। পুর এলাকায় দুটি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু অংশে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। যদিও এখনও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। অনেকেই মাস্ক পরছেন না, মানছেন না দূরত্ববিধিও।

আরও পড়ুন-বিএসএফের গুলি অনাথ করল দিনমজুর পরিবারকে

পুর কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায় জানান, দুটি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন করার পাশাপাশি কোভিড-পরিস্থিতি সামাল দিতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার আবেদন জানান তিনি। করোনা-যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

গত বৃহস্পতিবার আরটিপিসিআর পরীক্ষা পজিটিভ হলে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে সংক্রমণ থাকায় পরিবারের সদস্যরা শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

 

Latest article