Corporation Election: পুরভোটে প্রার্থী বাছবে রাজ্য নেতৃত্ব

আগামী জানুয়ারি মাসে রাজ্যের বিভিন্ন পুরসভার সঙ্গে শিলিগুড়িতেও পুরভোট হতে চলেছে। হাতে সময় কম।

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : কর্পোরেশন (corporation) নির্বাচনের প্রস্তুতি শুরু করে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজে নামল তৃণমূল কংগ্রেস। আগামী জানুয়ারি মাসে রাজ্যের বিভিন্ন পুরসভার সঙ্গে শিলিগুড়িতেও পুরভোট হতে চলেছে। হাতে সময় কম।

আরও পড়ুন-বিএসএফের গুলি অনাথ করল দিনমজুর পরিবারকে

এখন থেকেই বিভিন্ন ওয়ার্ডের প্রার্থী বাছাই করে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুর কর্পোরেশনের নির্বাচন। তারপরেই জানুয়ারি মাসে শিলিগুড়ি পুর কর্পোরেশনের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Buxa: বক্সায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ব্ল্যাক প্যান্থার

তা ধরে নিয়েই রাজ্য নেতৃত্ব দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কাছে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের নাম চেয়ে পাঠিয়েছে। এই বিষয় নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, শিলিগুড়ি পুর নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। রাজ্যের নেতৃত্বের কাছে বিভিন্ন ওয়ার্ড থেকে কমপক্ষে তিন থেকে চারজনের নাম চেয়ে পাঠানো হয়েছে। রাজ্য নেতৃত্ব ৪৭টি ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে। তিনি আরও বলেন, কে প্রার্থী হবে তা ঠিক করবে রাজ্য নেতৃত্ব তাই কেউ কারও কাছের লোক বলেই প্রার্থী হবেন এমনটা নয়।

Latest article