প্রতিবেদন: বাংলার ভোট পেতে এবার বাংলার প্রকল্পকেই হাতিয়ার করছে বিজেপি। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথা বলে বিপাকে পড়েছিল বিজেপি। এবার সেই ক্রাইসিস ম্যানেজমেন্টে মাঠে নেমেছেন অমিত শাহ। পরিস্থিতি বেগতিক বুঝে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০ টাকা বাড়ানো হবে। আর এতেই তিনি বকলমে বাংলার মা-বোনদের অপমান করছেন।
আরও পড়ুন-আন্দামানে তৈরি হচ্ছে সিস্টেম, আসতে পারে ‘রিমাল’
এদিন এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত নিয়েছেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, বিজেপির কেন্দ্রীয় সরকার কি মনরেগা-এর জন্য এক টাকাও দিয়েছে? নাকি ২০২১ সালের বাংলা নির্বাচনে প্রত্যাখ্যাত হওয়ার পর আবাসের জন্য ১ টাকা দিয়েছে? কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ১.৬ লক্ষ কোটি টাকা পাওনা এবং অমিত শাহ ১০০ টাকা ঘুষের প্রস্তাব দিয়ে বাংলার মহিলাদের অপমান করছেন৷ তৃণমূলের সাফ কথা, বিজেপি আগে নিজেদের একটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক। তারপর কথা বলতে আসবে।