আন্দামানে তৈরি হচ্ছে সিস্টেম, আসতে পারে ‘রিমাল’

যদিও তাপপ্রবাহ চলবে না। উত্তরের সব জেলাতেই প্রতিদিনই বৃষ্টি হবে। বুধ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Must read

প্রতিবেদন: মে মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। ২০ মে আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে। তার ফলে তৈরি হবে ঘূর্ণিঝড় রিমাল। ২৫ মে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। এরফলে তাপমাত্রা ক্রমশ বাড়বে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী সপ্তাহ থেকেই। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।
আগামী ৪/৫ দিনে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা চড়বে। এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা বাড়তে পারে শনিবারের মধ্যে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন

তীব্র দাবদাহের পর গত সপ্তাহ থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজ্য। কিন্তু এই সপ্তাহ থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে তার মধ্যেও খানিকটা আশার আলো। সময়ের আগেই এবার প্রবেশ করছে বর্ষা। আনুষ্ঠানিকভাবে জুনের প্রথম সপ্তাহে আগমন ঘটে বর্ষার। বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে ১৯ মে নাগাদ। তাই এবার ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই আশা করছে আবহাওয়া দফতর। আইএমডির রিপোর্ট বলছে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। যা স্বাভাবিকের তুলনায় বেশি। দীর্ঘ হবে বর্ষাকাল। তবে বর্ষা সময়ের আগে এলেও এল নিনোর প্রভাবে তাপমাত্রা প্রথম দিকে বাড়বে। তারপর শুরু হবে বৃষ্টি।

আরও পড়ুন-জয় নিয়ে আত্মবিশ্বাসী, বীরভূমে বিজয় মিছিল

এদিকে, ১৫ থেকে ১৮ মে পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। একলাফে বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। যদিও তাপপ্রবাহ চলবে না। উত্তরের সব জেলাতেই প্রতিদিনই বৃষ্টি হবে। বুধ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Latest article