দিল্লি (Delhi) বা কলকাতার (Kolkata) পর এবার আজ বুধবার উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur) ১০টি স্কুল হুমকি ইমেল পেয়েছে। জানা গিয়েছে, সব ক’টি ইমেলের বয়ান এক। স্কুলে বোমা বিস্ফোরণ ঘটানো হবে, এমন ইমেল পাওয়ার পরেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সবকটি স্কুলে। পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং দ্রুত সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন-হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মেরে খু.নের চেষ্টা
কয়েকদিন ধরেই দেশের বেশ কয়েকটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে। দেখা যাচ্ছে টার্গেট করা হচ্ছে শিশুদের স্কুল, বিমানবন্দর ও হাসপাতাল। কখনও ইমেল বা কখনও আবার উড়ো ফোনে হুমকি দেওয়া হচ্ছে। বুধবার কানপুরের বেশ কয়েকটি স্কুল কর্তৃপক্ষের কাছে হুমকি ইমেল গিয়েছে। খবর পেয়ে পুলিশ এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী,সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
আরও পড়ুন-নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী সচিনের নিরাপত্তারক্ষী
কানপুরের যুগ্ম পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) হরিশ চন্দর এই মর্মে জানান, সাইবার সেল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বিভিন্ন স্কুলে বোমা হুমকি দেওয়া হয়েছে। স্কুলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। কিছুদিন ধরেই ভোটের মরসুমে দেশের বিভিন্ন স্কুল, হাসপাতাল এমনকি তিহাড় জেলে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধান এর ভিত্তিতে পুলিশের অনুমান, হুমকি মেলের সঙ্গে রাশিয়ার যোগসূত্র রয়েছে। তবে নিশ্চিত ভাবে পুলিশ কিছু জানায় নি। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে তবেই যেকোন রকম পদক্ষেপ করা হবে।