নিউজক্লিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ শীর্ষ আদালতের

স্বস্তি পেলেন নিউজক্লিক (NewsClick)সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ (Prabir Purkayastha)। আজ, বুধবারই সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দেয়

Must read

স্বস্তি পেলেন নিউজক্লিক (NewsClick)সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ (Prabir Purkayastha)। আজ, বুধবারই সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দেয়। শুধু তাই নয়, প্রবীর পুরকায়স্থর গ্রেফতারিকে বেআইনি বলেও উল্লেখ করেছে শীর্ষ আদালত। ইউএপিএ মামলায় অভিযুক্ত ‘নিউজ ক্লিকের’ প্রতিষ্ঠাতা সম্পাদককে আজ মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রবীর পুরকায়স্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি এবং রিমান্ডকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেন। গত বছরের অক্টোবর মাসে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। আদালতে পুরকায়স্থের পক্ষে যুক্তি পেশ করেন কপিল সিব্বল।

আরও পড়ুন-কানপুরের ১০টি স্কুলে বোমাতঙ্ক, যুদ্ধকালীন তৎপরতায় সরানো হল পড়ুয়াদের

আজ, বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্ট ইউএপিএ মামলায় নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থর গ্রেফতারিকে বেআইনি বলে জানিয়ে দেয়। চিনা অর্থায়নে ভারতবিরোধী কাজের অভিযোগে প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তিনি তিহাড় জেলে বন্দী ছিলেন। সুপ্রিম কোর্ট জানায় রিমান্ড আবেদনের একটি প্রতিলিপি পুরকায়স্থ এবং তার আইনজীবীর কাছে ৪ অক্টোবর, ২০২৩-এ রিমান্ড আদেশ জারি করার আগে দেওয়া হয়নি। গ্রেফতারের কারণ লিখিতভাবে জানানো হয়নি। এদিন শীর্ষ আদালত এই গ্রেফতার ও রিমান্ডকে অবৈধ ঘোষণা করে এবং তার মুক্তির নির্দেশ দেয়। বন্ডের ভিত্তিতে নিউজক্লিকের এডিটরকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রায়াল কোর্ট জামিনের শর্ত ধার্য করবে।

Latest article