‘বিজেপি বাংলাকে চায় না’, দিল্লিতে বিকল্প সরকার তৈরিতে সাহায্য করবে তৃণমূল: ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই সভা থেকে তিনি স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

Must read

আজ, বুধবার, হুগলি লোকসভা (Loksabha) কেন্দ্রের দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়া মাঠের প্রচার সভা থেকে দিল্লিতে বিকল্প সরকার তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সভা থেকে তিনি স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

আরও পড়ুন-কানপুরের ১০টি স্কুলে বোমাতঙ্ক, যুদ্ধকালীন তৎপরতায় সরানো হল পড়ুয়াদের

এদিন, তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, এই লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিদায় নেবে মোদি সরকার। তিনি বলেন, “দিল্লির (Delhi) কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলার আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। একশো দিনের কাজে অসুবিধা না হয়“। রাজ্যের দাবি আদায়ে এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

তবে, একই সঙ্গে মমতা (Mamata Banerjee) স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

আরও পড়ুন-নিউজক্লিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ শীর্ষ আদালতের

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “বিজেপি দেশটাকে জেলে ভরে দিয়েছে। নিজেরা দেশের টাকা লুট করছে। চোর ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সারা দেশ বুঝতে পারছে, চিজ ক্যায়া হ্যায়। সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। চার দফায় বিজেপি হারছে। বাকি তিন দফাতেও হারবে। জুমলাবাজি করেও জিততে পারবে না।“

মমতা বলেন, “ বিজেপি বাংলাকে চায় না। বাংলাকে ভালবাসে না। বিজেপির জেতার অঙ্ক নেই। সন্দেশখালির চক্রান্ত দেখলেন তো। চক্রান্ত করে রেগে যাচ্ছে। যা খুশি করে জিততে চাইছে বিজেপি।“

Latest article