গুয়াহাটি, ১৫ মে : নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। একটা দল আগেই প্লে-অফে উঠে গিয়েছে। আরেকটা দল শেষ চারের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। তবে রাজস্থান রয়্যালসের কাছে ম্যাচটা ছিল হারের হ্যাটট্রিক ভুলে জয়ে ফেরার লড়াই। কিন্তু টানা চার ম্যাচ হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল সঞ্জু স্যামসনদের। যা প্লে-অফের আগে অস্বস্তি বাড়াল রাজস্থান শিবিরের।
আরও পড়ুন-বিজেপির মহারাষ্ট্রে আয়কর দফতরের তল্লাশিতে এবার উদ্ধার ১৭০ কোটি!
বুধবার গুয়াহাটিতে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে পাঞ্জাবকে জেতালেন অধিনায়ক স্যাম কারেন। বল হাতে ২৪ রানে ২ উইকেট শিকারের পর, ব্যাট হাতে ৪১ বলে অপরাজিত ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ৫ উইকেটে জয় উপহার দিলেন কারেন। এদিন প্রথমে ব্যাট করতে নেমে, প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালের (৪) উইকেট হারিয়েছিল রাজস্থান। চাপ আরও বাড়ে সঞ্জু ১৮ রান (১৫ বলে) করে আউট হলে। জস বাটলারের জায়গায় খেলতে নামা টম কোহলার ক্যাডমোরও হতাশ করেন। তিনি আউট হন ২৩ বলে ১৮ রান করে। রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিন পাল্টা লড়ছিলেন। কিন্তু চতুর্থ উইকেটে ৩৪ বলে ৫০ রান যোগ করার পর, ব্যক্তিগত ২৮ রানে (১৯ বল) প্যাভিলিয়নে ফেরেন অশ্বিনও। এরপর একে একে আউট হন ধ্রুব জুরেল (০), রোভমান পাওয়েল (৪), ডোনোভান ফেরেরারা (৭)। রিয়ান ৩৪ বলে ৪৮ রান করেন।
আরও পড়ুন-হাওড়ায় প্রসূনের সমর্থনে পা মেলাল আমজনতা, জনস্রোতে মধ্যমণি দলনেত্রী
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পাঞ্জাবেরও। স্কোরবোর্ডে মাত্র ৪৮ রান তুলতে না তুলতেই ৪ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন কারেন। ম্যাচও জেতান।