দিঘায় যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দিঘায় (Digha) ঘুরতে যাওয়ার পথে মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কের উপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি ছোট গাড়ির।

Must read

দিঘায় (Digha) ঘুরতে যাওয়ার পথে মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কের উপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি ছোট গাড়ির। গাড়ির সামনের অংশ ভেঙে ঢুকে গিয়েছে বাসের তলায়। বনেট ও সামনের দুটো সিট পর্যন্ত অংশ বাসের তলায় ঢুকে গিয়েছে। ওই গাড়িটিতে চার জন পর্যটক ছিলেন যারা দিঘা ঘুরতে যাচ্ছিলেন। সূত্রের খবর, প্রত্যেকেই নদিয়ার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ৪ জনেরই মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-বিধি ভেঙে বিজেপির চক্রান্তের বৈঠক

আজ, সকালে নদিয়ার চার পর্যটক একটি চার চাকার গাড়িতে দিঘা যাচ্ছিলেন। উল্টোদিক থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস আসছিল। মারিশদা থানার দইসাই বাস স্ট্যান্ডের একটু দূরে ওই গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের তলায় ঢুকে যায় গাড়ির অর্ধেক অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। চার জন পর্যটকেরই মৃত্যু হয়েছে বলেই মনে করছে তারা । গাড়ির ভিতর থেকে পর্যটকদের বের করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশের। গ্যাস কাটারের সাহায্যে গাড়ি কেটে দেহগুলি বের করা হচ্ছে। দুর্ঘটনার পরই বাস ফেলে পালিয়ে যায় বাসের চালক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-পুজো নিয়ে মিথ্যাচার স্বরাষ্ট্রমন্ত্রীর

এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। তিনি লেখেন, ‘জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।’

 

 

Latest article