আজ মুখ্যমন্ত্রীর দুই সভা, রোড-শো নিয়ে আগ্রহে মানুষ

আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে (East Midnapur) টানা তিনটি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Must read

সংবাদদাতা, কাঁথি : আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে (East Midnapur) টানা তিনটি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। হলদিয়া ও এগরায় জনসভা, কাঁথিতে রোড-শো। কাঁথির রোড-শোয়ে বেশি নজর জেলার রাজনৈতিক মহলের। কারণ, কাঁথির রাজপথে এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী রোড-শো করবেন। এছাড়াও গদ্দার অধিকারীর শহরে এই রোড-শোকে সুপারহিট করতে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা বাড়তি উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা এবং জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি দুজনেই জানান, কাঁথির রোড শোয়ে রেকর্ড সংখ্যক মানুষ জড়ো হবেন। শহরের একেবারে মধ্যস্থল দিয়েই রোড-শো হবে। কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে নেমে মুখ্যমন্ত্রী জুনপুট মোড় থেকে দুপুর দুটো নাগাদ শুরু করবেন তাঁর রোড-শো।

আরও পড়ুন-দিঘায় যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়, চৌরঙ্গি মোড়, নেতাজি সুভাষ রোড ধরে রূপসী সিনেমা মোড়, মেচেদা বাইপাস মোড় হয়ে শকুন্তলা ব্রিজের উপর রোড-শো শেষ হবে। সেখান থেকে সিএসএস ময়দানে গিয়ে হেলিকপ্টারে এগরার সভার উদ্দেশ্যে যাবেন দলনেত্রী। তবে বৃহস্পতিবার সবার আগে হলদিয়ায় সভা করবেন তিনি। হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার সংলগ্ন এইচএফসি মাঠে, দুপুর একটায় তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করার জন্য প্রস্তুত হেলিপ্যাড ও মঞ্চ। কাঁথিতে উত্তম বারিকের সমর্থনে রোড-শো করার পর মুখ্যমন্ত্রী এগরার প্রার্থী জুন মালিয়ার সমর্থনে জনসভা করবেন। হলদিয়া, কাঁথি ও এগরায় বুধবার হেলিকপ্টার মহড়া হয়। তিনটি কর্মসূচিতেই ব্যাপক জনসমাগম নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তার দুদিকে প্রচুর জনসমাগম হবে। তাই বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ। ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী কী বলেন, সেদিকে তাকিয়ে গোটা জেলা। উত্তম বারিক বলেন, ‘পূর্ব মেদিনীপুরের মানুষ মুখ্যমন্ত্রীরে কখনও নিরাশ করেননি। দিদিও এই জেলায় প্রচুর উন্নয়ন করেছেন। তাই তাঁকে দেখতে, তাঁর কথা শুনতে অধীর আগ্রহে আছেন মানুষ। দাবদাহের মধ্যেও তাই জনতার ঢেউ উপচে পড়বে।’

Latest article