হায়দরাবাদ, ১৬ মে : বৃষ্টিতে বৃহস্পতিবার পণ্ড হল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও গুজরাট টাইটান্স ম্যাচ। মাঠে কোনও বল পড়ার আগেই বাতিল হয়েছে এদিনের খেলা। ১-১ পয়েন্ট ভাগের পর সানরাইজার্স ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসাবে আইপিএল প্লে অফে উঠে গেল। চতুর্থ দল হিসাবে চেন্নাই ও আরসিবির মধ্যে কোনও একটি দল শেষ চারে যেতে পারে। কারণ দিল্লি ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। আর লখনউ সুপার জায়ান্টসকে আজ এমন এক ব্যবধানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হবে, যা অসম্ভব!
এদিন বিকেল থেকেই টানা বৃষ্টি হয়েছে নিজামের শহরে। তবে সানরাইজার্স (Sunrisers Hyderabad) বনাম গুজরাট ম্যাচে যে বৃষ্টি হতে পারে, সেটা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আকাশের ভাবগতিক দেখে মনে হচ্ছিল বৃষ্টি বুঝি কিছুতেই গুজরাটের পিছু ছাড়বে না। তাদের আগের ম্যাচে একটিও বল খেলা হয়নি। সেটা ছিল কেকেআর ম্যাচ।
খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে সাতটায়। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। দ্রুত কভারে ঢেকে দেওয়া হয় পিচ। তখন বলা হচ্ছিল ৮টায় টস হবে। ৮:১৫ মিনিটে খেলা শুরু হবে। কিন্তু তারপর এমন বৃষ্টি হল যে খেলা শুরু করার সুযোগ পাননি আম্পায়াররা।
আরও পড়ুন- মোদি-ঝড় ও রামমন্দির-আবেগ উধাও, ইন্ডিয়া সরকার গড়ার আশা কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্টে
এবার দু’দলের প্রথম ম্যাচে গুজরাট ৭ উইকেটে হারিয়েছিল সানরাইজার্সকে। গতবছর দুটি ম্যাচই তারা জিতেছিল যথাক্রমে ৩৪ রান ও ৫ উইকেটে। তাঁর আগের বছর দু’দলের মধ্যে একবার খেলা হয়েছিল। তাতে সানরাইজার্স জিতেছিল ৮ উইকেটে।
ম্যাচের আগে ছবিটা ছিল এইরকম, এই ম্যাচে সানরাইজার্স হারলে সুবিধা ছিল চেন্নাই বা আরসিবির। কিন্তু সানরাইজার্স জিতলে বা বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হলে তারা তিন নম্বরে থেকে প্লে অফে উঠে যাবে। তখন চেন্নাই ও আরসিবির মধ্যে একটি দলেরই সুপার ফোরে যাওয়ার সুযোগ থাকবে। সেটাও যদি লখনউ সুপার জায়ান্টস শেষ ম্যাচে বিশাল জয় না পায়।
সানরাইজার্স এই ম্যাচে খেলতে নেমেছিল ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। জিতলে তারা নেট রান রেটে রাজস্থানকে পিছনে দিত। শেষমেশ তাই হয়েছে। তবে গুজরাট আগেই চারের দৌড় থেকে ছিটকে গিয়েছিল।