নেত্রীর রোড-শোয়ে আবেগে- উন্মাদনায়-উচ্ছ্বাসে খড়গপুর

তিনি রাস্তায় নামা মানে জনসুনামি। আট থেকে আশির উন্মাদনা। যাঁকে একবার দেখার জন্য সকাল থেকে ঠাঁয় দাঁড়িয়ে থাকা।

Must read

প্রতিবেদন : তিনি রাস্তায় নামা মানে জনসুনামি। আট থেকে আশির উন্মাদনা। যাঁকে একবার দেখার জন্য সকাল থেকে ঠাঁয় দাঁড়িয়ে থাকা। শুক্রবারে খড়গপুরেও তার ব্যতিক্রম হল না। দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে খড়গপুরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শোয়ে দেখা গেল সেই একই ছবি। নেত্রীকে ঘিরে আবেগ-উচ্ছ্বাস-উন্মাদনার চিরায়ত চালচিত্র।

আরও পড়ুন- অগ্নিগর্ভ পাটনা, ভাঙচুর, আগুন, রাস্তা আটকে বিক্ষোভ, গেরুয়া বিহারে স্কুলেই খুন শিশু

রাস্তার দু’ধারে উপচে পড়া জনতার ভিড়। একবার ছুঁয়ে দেখার আকুলতা। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকে জনসমুদ্রে ভেসে গেল মেদিনীপুরের এই জনপদ। এদিন খড়গপুর কলেজ মাঠ থেকে বিএনআর মাঠ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রোড-শো করেন নেত্রী। সঙ্গে প্রার্থী জুন মালিয়া-সহ বিধায়ক, মন্ত্রী ও জনপ্রতিনিধি-সহ দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা। প্রবল গরমকে উপেক্ষা করেই চলল রোড-শো। মেদিনীপুরের সংস্কৃতিকে তুলে ধরে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম ও ভাষাভাষীর মানুষ পায়ে পায়ে এগিয়ে চলল নেত্রীর সঙ্গে। পদযাত্রা যত এগিয়ে চলে তত আরও মানুষ এসে যোগ দিতে থাকেন হাঁটা পথে। খড়গপুরের প্রতিটি মোড় থেকে উৎসাহী মানুষ একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য উদ্বেল হয় ওঠে। তৃণমূলনেত্রীও সকলের অভিবাদন গ্রহণ করেন। আবার কখনও এগিয়ে গিয়ে মানুষের সঙ্গে হাত মেলান। কোথাও শিশুকে দেখে কোলে তুলে নেন। এদিনের জনসমুদ্র জানান দিচ্ছিল জুন মালিয়ার সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা। বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছে মেদিনীপুর। না পাওয়ার যন্ত্রণা আর বিজেপির মিথ্যাচারে অতিষ্ঠ জনতা এবার মেদিনীপুর থেকে বিজেপিকে পগার পার করতে মরিয়া।

Latest article