‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ফসল নষ্ট করে ফের প্রধানমন্ত্রীর সভা! এবার ক্ষোভে ফুটছে বিষ্ণুপুরবাসী
ছিন্ন করো
সকল বাধা ছিন্ন করে
জাগবে যৌবন নতুন সুরে
বুকের ভাঙা পাঁজর সরিয়ে
বাংলা জাগবে বিশ্বের ভোরে।
বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে
মুছে যাক দুঃখ বক্ষ পাঁজরে।
ভেঙে যাওয়া পাঁজরকে শক্ত করে
বিশ্ববাংলা আসবে বাংলার দ্বারে
ছুড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি
দৈনিক স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি।
ছিঁড়ে ফেলে দাও হতাশা-দুরাশা
আকাঙ্ক্ষা নয়, চাই জীবনের ভাষা
ঐশ্বর্য নয়, চাই দীপ্ত প্রত্যাশা
লোভ নয় হোক শিশির-কুয়াশা।
টাইফুন-টর্পেডো সব জয় করে।
প্রজ্ঞাময় চন্দ্রালোকের মনোমন্দিরে
বরফের ওপর আগুনের ফুলকি উড়িয়ে
জয় করো নির্ভয়ে বিশ্ব জুড়ে।
বিছানায় শুয়ে কোনো আলস্য নয়
অন্ধকারের স্বপ্নও নয়—
ঢেউ থেমে গেলেও সমুদ্র অবিচল
তবে কেন হবে যৌবন নিষ্ফল?
দূর করো সংশয়, খোঁজো সূর্য তূর্য
বিস্ময়! পৃথিবীর এটাই আশ্চর্য।
তোমাদের পৃথিবী তোমরা গড়ো
সব বাধা বিপদ ছিন্ন করো।
বাঁধ ভেঙে দাও, তৈরি করো বাঁধ
তোমরাই বাংলার হবে ‘আজাদ’
স্পর্শ করো আকাশ মাটিকে ছুঁয়ে
সব বঞ্চনা দাও মুছে-ধুয়ে।