ফসল নষ্ট করে ফের প্রধানমন্ত্রীর সভা! এবার ক্ষোভে ফুটছে বিষ্ণুপুরবাসী

বারবার বাংলায়। বিষ্ণুপুরে রবিবার সভা ছিল প্রধানমন্ত্রীর। আর সেই সভার জন্য মাঠে ফসল উপড়ে ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়।

Must read

প্রতিবেদন : ফসল নষ্ট করে প্রধানমন্ত্রীর সভা। বারবার বাংলায়। বিষ্ণুপুরে রবিবার সভা ছিল প্রধানমন্ত্রীর। আর সেই সভার জন্য মাঠে ফসল উপড়ে ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়। যার জেরে নষ্ট হয়েছে- আলু, তিল, বাদাম, কচু, কিছু ধানও। ঘটনায় বেজায় ক্ষুব্ধ বাঁকুড়ার চাষিরা। রবিবার সন্ধ্যাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দাবি, ক্ষতিপূরণ দিতে হবে। সরাসরি তোপ এলাকার প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে।

আরও পড়ুন-সময়ের কাছে দায়বদ্ধ দুটি পত্রিকা

কৃষকদের অভিযোগ, জেতার পর থেকে কোনওদিন এলাকার মানুষদের খোঁজ নিতে আসেননি বিজেপি সাংসদ। অথচ এবার তাঁর প্রচার সভা করতে এসেই খেতের ফসল নষ্ট করেছেন মোদি। এটা তাঁদের পেটে লাথি। কোনও টাকা তাঁরা পাননি। কেন্দ্র থেকে পাননি কোনও প্রকল্পের অনুদান। এমনকী এই সভা করার আগে যাঁদের জমি তাঁদের থেকে অনুমতি পর্যন্ত হয়নি। বিষ্ণুপুরে কৃষকদের ক্ষোভের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস।
গত বুধবার আরামবাগের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি কৃষক বিরোধী। কালা কৃষি আইন এনে ৭০০ কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল। এবার সরাসরি কৃষকের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছেন এই আরামবাগের মাটিতে। এদের আসল চরিত্র বাংলার কৃষকরা বুঝে নিন।

Latest article