টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতীয় দলের প্রথম ব্যাচ শনিবার রাতে নিউ ইয়র্ক রওনা হল। মুম্বই থেকে রাত ১০টার বিমানে দুবাই রওনা হন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মরুশহর থেকে গভীর রাতে নিউ ইয়র্কের বিমান ধরেন ভারতীয় ক্রিকেটাররা।
আরও পড়ুন-গুগল ম্যাপে ভরসা, গাড়ি গেল মাঝ নদীতে
প্রথম ব্যাচেই রোহিতদের সঙ্গে যান জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, খলিল আহমেদরা। কোচ রাহুল দ্রাবিড়-সহ সাপোর্ট স্টাফের সদস্যরাও এদিন বিশ্বকাপগামী বিমানে রওনা হন। বোর্ড সূত্রে খবর, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, যশস্বী জয়সওয়ালদের দ্বিতীয় ব্যাচ আইপিএল ফাইনালের পরদিন ২৭ মে দুবাই হয়ে নিউ ইয়র্ক রওনা হবে। কারণ, তাঁরা শুক্রবারই দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছেন। হার্দিক পান্ডিয়া লন্ডনে ট্রেনিং করছেন। সেখানে থেকে সরাসরি নিউ ইয়র্কে দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর।
আরও পড়ুন-ফের মহিলা ভোটারকে যৌন-নিগ্রহের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
ফাস্ট বোলার আবেশ ও খলিল রিজার্ভ দলে থাকলেও নেটে ব্যাটারদের প্রস্তুতির সুবিধের জন্য তাঁদের আগেই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানা যাচ্ছে, রিজার্ভ দলে থাকা দুই ব্যাটার রিঙ্কু ও শুভমন গিলকেও শুরু থেকে দলের সঙ্গেই রাখবে বোর্ড।