সংবাদদাতা, হলদিয়া : ভোটের দিন বুথ পরিদর্শনে গিয়ে একাধিকবার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বারবার তাঁকে লক্ষ্য করে ‘চাকরি চোর’ স্লোগান ওঠে বিভিন্ন বুথে। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। ‘চাকরি খেয়েছে’ বলে চিৎকার করতে করতে তাঁকে পিছন পিছন তাড়াও করেন বিক্ষোভকারীরা। এক সময় প্রবল ধিক্কার সহ্য করতে না পেরে দু’কানে হাত চাপা দিতে বাধ্য হন অভিজিৎ। কোর্টের অলিন্দে এসি ঘরে বসে ‘ ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব’ মার্কা কথা বলা আর গণদেবতার আদালতে দাঁড়িয়ে ভোটে লড়াই করা এক জিনিস নয় এটা শনিবার আক্ষরিক অর্থে হাড়ে হাড়ে টের পেলেন প্রাক্তন এই বিচারপতি। সকালে প্রথমে হলদিয়ার ডিহিঘাসিপুরের বুথে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেখানে তাঁকে দেখা মাত্র মানুষজন চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ‘চাকরিখেকো চোর’ বলে প্রবল বিক্ষোভ দেখানো হয়। ‘আমার চাকরি খেয়েছে’ বলে বিক্ষোভকারীদের মধ্যে থেকে ভেসে আসে তীব্র ধিক্কার।
আরও পড়ুন-বিধায়ক থাকবেন, সভায় আসবেন না! তৃণমূলে দল আসল, ব্যক্তি নয় : নেত্রী
উত্তেজিত জনতার সামনে পড়ে নিজেকে ‘চন্দ্রবোড়া’ বলা প্রাক্তন বিচারপতি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝে সিকিউরিটির লোকজন কোনও রকমে তাঁকে গাড়িতে উঠিয়ে দেন। দ্বিতীয়বার বিক্ষোভ হয় হলদিয়ার ভবানীপুর শান্তিশ্রী বিবেকানন্দ বিদ্যামন্দিরের ২৩২ নং বুথে। সেখানে তাঁকে দেখামাত্র ‘গো ব্যাক’ স্লোগান দেন মানুষ। ওঠে ‘চোর চোর’ স্লোগানও। উত্তেজিত হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হুমকি দেন তিনি, ‘কুইক রেসপন্স টিমকে ডাকছি।’ ফোন করে বিভিন্ন জায়গায় অভিযোগ জানান। তাঁর কথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এনিয়ে এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। তবে সকলের সামনে গণদেবতার আদালতে রায়টা যে ভোটের দিন তাঁর পক্ষে গেল না, এ কথা পরিষ্কার বুঝে যান প্রাক্তন বিচারক।