প্রতিবেদন : আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই পাঁচ রাজ্যের মধ্যে বিজেপিকে অগ্নিপরীক্ষায় নামতে হচ্ছে উত্তরপ্রদেশে। ওই নির্বাচনের আগে এবিপি-সিভোটারের এক জনমত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে বিজেপির ভোট শতাংশ অনেকটাই কমবে। স্বাভাবিকভাবেই কমবে আসনপ্রাপ্তির সংখ্যাও।
আরও পড়ুন-শিশুদের ডায়াবেটিস নিয়ে আরও একটু সচেতন হই
পাশাপাশি উত্তরাখণ্ডে এবার বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা অত্যন্ত কঠিন। অন্যদিকে পাঞ্জাবে তো বিজেপির কোনও সম্ভাবনাই নেই। এই জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে বিজেপি যথেষ্টই কোণঠাসা।
আগামী বছরের শুরুতেই যে পাঁচ রাজ্যে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুর। এবিপি-সিভোটারের জনমত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে হয়তো কষ্ট করে বিজেপি জিততে চলেছে। কিন্তু সেই জয় খুব একটা সহজ হবে না। বরং নির্বাচনের আগে যেটুকু সময় আছে তাতে যদি বিরোধীরা সক্রিয় হতে পারে তাহলে বিজেপির পক্ষে সেটা অত্যন্ত উদ্বেগের হতে পারে।
আরও পড়ুন-বিশ্বের দূষিততম শহর দিল্লি, লকডাউনের প্রস্তাব দিয়ে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট
উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসন রয়েছে। এরাজ্যে ক্ষমতায় আসতে গেলে প্রয়োজন ২০২টি আসন। সমীক্ষা বলছে, গতবারের চেয়ে খুবই খারাপ হবে মোদির দলের ফল। অন্যদিকে, যোগীরাজ্যে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে সমাজবাদী পার্টি। তবে গো বলয়ের বৃহত্তম রাজ্যে কংগ্রেসের কোনওরকম সম্ভাবনাই নেই বলে জনমত সমীক্ষা জানিয়েছে।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, আক্রান্ত তৃণমূল
পাঞ্জাবে বিজেপির কোনও সম্ভাবনাই নেই। মূল কারণ কৃষি আইন নিয়ে অসন্তোষ। তবে এই রাজ্যে ক্ষমতাসীন দল কংগ্রেসও ক্ষমতায় ফিরছে না বলে জানানো হয়েছে। ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি। উত্তরাখণ্ডেও প্রবল চাপে রয়েছে বিজেপি। শেষ পর্যন্ত রাজ্যের ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গেরুয়া দল সর্বোচ্চ ৪০টি আসন পেতে পারে। তবে আগামী কয়েক মাসে এই হিসাব উল্টে দিতে পারে বিরোধীরা। গোয়ায় তৃণমূলের সক্রিয়তায় অনেক হিসেব-নিকেশ ওলটপালট হয়ে যেতে পারে। মণিপুরেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি।