দুবাই, ১৩ নভেম্বর : আইসিইউ থেকে পাক তারকাকে বাইশ গজে ফিরিয়ে এনেছিলেন ভারতীয় ডাক্তার সাহির সাইনালবদিন। কৃতজ্ঞ মহম্মদ রিজওয়ান তাই নিজের সই করা পাকিস্তানের জার্সি উপহার দিলেন তাঁকে। এমন উপহার পেয়ে আপ্লুত সাহিরও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগের দুটো রাত দুবাইয়ের হাসপাতালে কাটাতে হয়েছিল রিজওয়ানকে। বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন পাক ওপেনার। একটা সময় তো রিজওয়ানের সেমিফাইনাল খেলা নিয়েই সংশয় দেখা গিয়েছিল। যদিও ম্যাচের আগেই সাহিরের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন-পণ্ডিত মল্লার ঘোষ (সংগীত ব্যক্তিত্ব)
সাহির অবশ্য নিজে যাবতীয় কৃতিত্ব নিতে চান না। বরং তিনি প্রশংসা করছেন রিজওয়ানের অদম্য ইচ্ছাশক্তি এবং লড়াকু মানসিকতার। তাঁর মন্তব্য, ‘‘হাসপাতালের বেডে শুয়ে রিজওয়ান একটা কথাই বারবার বলেছে, আমাকে সেমিফাইনাল ম্যাচটা খেলতেই হবে। আমাকে দ্রুত দলের সঙ্গে যোগ দিতে হবে।’’
আরও পড়ুন-সৈকত মৈত্র (উপাচার্য, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
সাহিরের বক্তব্য, দেশের হয়ে খেলার জন্য রিজওয়ানের এই মানসিকতায় তিনি মুগ্ধ হয়েছিলেন। ভারতীয় ডাক্তার আরও জানাচ্ছেন, ‘‘রিজওয়ান যেভাবে দ্রুত সুস্থ হয়ে উঠল, তা দেখে আমরা (চিকিৎসকরা) অবাক। দেশের হয়ে খেলার অদম্য ইচ্ছাশক্তিই ম্যাজিকের মতো কাজ করেছিল।’’ প্রসঙ্গত, রিজওয়ান শুধু সুস্থ হয়েই মাঠে নামেননি। সেদিন ব্যাট হাতে ৬৭ রানের দুরন্ত ইনিংসও খেলেছিলেন। সেমিফাইনালের পর সাহিরকে নিজের জার্সি উপহার দেন রিজওয়ান।