পণ্ডিত মল্লার ঘোষ (সংগীত ব্যক্তিত্ব)

Must read

নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। তাই এখন পড়াশোনার সময় খুব বেশি পাই না। যেটুকু সময় পাই আমি পড়ি মূলত সংগীত বিষয়ক বই। আমার বাবা সংগীত গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের লেখা ‘এলেম নতুন দেশে’ বইটি আমার খুব প্রিয়। ১৯৫৪ সালে রাশিয়া ঘুরে এসে লিখেছিলেন বইটি৷ সময় পেলেই পড়ি।

আরও পড়ুন-সৈকত মৈত্র (উপাচার্য, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

প্রচুর সাংগীতিক কর্মকাণ্ডের বর্ণনা রয়েছে। পাশাপাশি আছে দেশগুলোর বর্ণনাও। দিনলিপি ভিত্তি করে লেখা। বাবার আর একটি বই আছে। নাম ‘তহজীব-এ-মৌসিকী’। কালচার অফ মিউজিক। লেখাটি একটি বিখ্যাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। বাবার স্মৃতিচারণ লিপিবদ্ধ করেছিলেন সুভাষ চৌধুরী। তিনি ছিলেন অনুলেখক। পরে লেখাটি বই আকারে বেরোয়। সেটাও আমি একাধিকবার পড়েছি। পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর পাশাপাশি পছন্দ করি গোয়েন্দা গল্প।

Latest article