প্রতিবেদন : পর্যটকদের জন্য আনন্দ সংবাদ। দার্জিলিং, কালিম্পঙের পর কার্সিয়াংয়েও শুরু হচ্ছে প্যারাগ্লাইডিং। শনিবার এই পরিষেবার উদ্বোধন হল। আগামী সপ্তাহ থেকে পর্যটকদের জন্য প্যারাগ্লাইডিং শুরু হয়ে যাবে। এর ফলে এই প্রথম কার্সিয়াংয়ের রোহিণী থেকে প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নিতে পারবেন পর্যটকরা। উদ্বোধনের দিন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র চিফ এগজিকিউটিভ অনীত থাপা পুরো প্রস্তুতি খতিয়ে দেখেন। তাঁর সামনেই প্যারাগ্লাইডিংয়ের মহড়া হয়।
আরও পড়ুন-পূর্বস্থলীর বাগানে ফলন কম, আমের জোগান নিয়ে চিন্তিত চাষি
অনীত থাপা বলেছেন, পাহাড়ের পর্যটনে নতুন পালক যুক্ত হল। আমরা দু-তিন বছর ধরে এই পরিষেবা চালু করার চেষ্টা করছিলাম। এতদিন সুরক্ষাজনিত কিছু সমস্যা ছিল। সমস্ত বাধা কাটিয়ে আগামী সপ্তাহ থেকে পর্যটকদের জন্য প্যারাগ্লাইডিংয়ের সুযোগ মিলবে। এর ফলে গোটা পাহাড়েই পর্যটনের আরও উন্নতি হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কালিম্পংয়ের ডেলোয় প্যারাগ্লাইডিং পরিষেবা চালু রয়েছে। এবার কার্শিয়াংয়েও এই পরিষেবা চালু করছে জিটিএ। এতে পাহাড়ের কর্মসংস্থানের সুযোগ হবে বলে অনীত থাপা জানিয়েছেন।