উন্নয়ন ও সমুদ্রসাথী প্রকল্পে কাঁথির মন জয় করেছেন মুখ্যমন্ত্রী

২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল জয় পায় রামনগর, পটাশপুর ও চণ্ডীপুরে। তবে কাঁথি লোকসভায় বিজেপি জেতে ২৯ হাজার ভোটে।

Must read

প্রতিবেদন : বিধানসভা ও পঞ্চায়েত ভোটে কঠিন লড়াই জিতে শেষ হাসি হেসেছিলেন উত্তম বারিক। হন বিধায়ক এবং জেলা সভাধিপতি। এবারে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবেও সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। ৭টির মধ্যে ৪ বিধানসভাই বিজেপির দখলে থাকায় ঘর সামলে সবাইকে নিয়ে একযোগে মাঠে নেমে পড়েন উত্তম। তাঁর হাতেই এবার আসছে কাঁথি, আত্মবিশ্বাসী তৃণমূল নেতা-কর্মীরা। অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাবেন উত্তমই, মনে করছেন তাঁরা।

আরও পড়ুন-জিটিএ-র উদ্যোগে কার্সিয়াঙে পর্যটকদের জন্য প্যারাগ্লাইডিং

২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল জয় পায় রামনগর, পটাশপুর ও চণ্ডীপুরে। তবে কাঁথি লোকসভায় বিজেপি জেতে ২৯ হাজার ভোটে। তৃতীয়বার ক্ষমতায় এসে তৃণমূল জেলার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে। বিধানসভা ভোটের পর মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। ফলে এবার কাঁথি লোকসভার পটাশপুর, রামনগর, চণ্ডীপুর আসনে লিড পাওয়ার বিষয়ে আশাবাদী তৃণমূল। এবার ফলে চমক দিতে পারে ভগবানপুর। দু’বছর আগে ভগবানপুরে বিজেপি জিতলেও ২৭ হাজারের মার্জিন উল্টে দিয়ে লিড পাওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এবার কাঁথি উত্তরেও উত্তমই টেক্কা দেবেন বলে মনে করছে দল। ফলে কাঁথি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। উত্তম বলেন, কাঁথিতে আমাদের জয় নিশ্চিত। মুখ্যমন্ত্রীর উন্নয়নে আস্থা রেখেছেন কাঁথিবাসী। সর্বোপরি রাজ্যের মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করে তিনি এখানকার মানুষের মন জয় করে নিয়েছেন। এই আসনে জয় নিয়ে তাই আমরা একশো ভাগ আশাবাদী।

Latest article